নিজস্ব সংবাদদাতা: কলকাতা এবং শহরতলির বাসিন্দাদের জন্য দারুণ খবর। খুব শীঘ্রই রাজ্য সরকার (West Bengal State Government) চালু করতে চলেছে নিজস্ব অ্যাপ-ক্যাব পরিষেবা (Aap Cab Service)। এর ফলে বেসরকারি অ্যাপ-ক্যাবদের (Private App Cab) দৌরাত্ম্য এবং সর্বোপরি যথেচ্ছা ভাড়ার দিন এবার শেষ হতে চলেছে। কলকাতার বুকে খুব শীঘ্রই চালু হতে হচ্ছে এই পরিষেবা। দেশে এই প্রথম কোনও রাজ্য সরকার (State Govt) এমন উদ্যোগ নিতে চলেছে। রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতর (IT Department) যে অ্যাপ তৈরি করেছে তার মাধ্যমে অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ কম ভাড়ায় গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। আগামী পয়লা বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি এই পরিষেবা চালু হবে।