নববর্ষে নজর কাড়ুক আপনার সাজ-পোশাক

গরমের কথা মাথায় মেখে হালকা সাজগোজ করা যেতে পারে। চুলে ফুলের মালা, ওয়াটার বেস্ট মেক আপ, কাজল, ছোট্ট টিপ ও লিপস্টিক। ব্যাস, নবর্ষে নজর কাড়বে আপনারই সাজ-পোশাক।

author-image
Pallabi Sanyal
New Update
make up

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : বাঙালিদের উৎসব পার্বণের দিনে সাজ-পোশাকেও বজায় থাকে বাঙালিয়ানা। সামনেই নববর্ষ।  একেই ভ্যাপসা গরম, তার ওপর নতুন বছর। আবহাওয়ার সাথে সাযুজ্য রেখেই করা যেতে পারে সাজগোজ। যেহেতু বছরের প্রথম দিন, ট্র্যাডিশনাল সাজে সাজতে চাইলে বাছতে পারেন জামদানি শাড়ি।তবে জামদানিতে সেজে ওঠার আগে কতগুলি টিপস মাথায় রাখা জরুরি। ট্রেন্ডিংয়ে জামদানি শাড়ি এখন ইন। শাড়ি পরার ধরণ আর আপনি নিজেকে কিভাবে সামলাচ্ছেন তার ওপরই নির্ভর করছে দৃষ্টিনন্দনের বিষয়টি। জামদানি শাড়ি সাধারণত খুবই পাতলা হয়। শাড়ি যত ভালো হয়, ততই পাতলা হয়। তাই শাড়ির সঙ্গে মানানসই পেটিকোট বেছে নেওয়া প্রয়োজন।এই শাড়ির সঙ্গে সুতির পেটিকোট পরুন। যে রঙের শাড়ি, সেই রঙের পেটিকোট পরাই ভালো, না হলে দৃষ্টিকটূ হয়ে উঠবে পুরো বিষয়টি।রাউন্ড নেকের ব্লাউজ পরা যেতে পারে জামদানি শাড়ির সঙ্গে। এছাড়াও ব্যাক হুক-এর ব্লাউজ  পরা যেতে পারে।নাহলে পাশে জিপ দেওয়া ব্লাউজও পরতে পারেন। ছোট বা বড় ঝুলের ব্লাউজও পরা যেতে পারে। শাড়ির সঙ্গে মানানসই গয়না না হলেও কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আপনার সাজ। তাই ম্যাচিং গয়না পরাও জরুরী। এবার বাকি রইল মেক আপ। গরমের কথা মাথায় মেখে হালকা সাজগোজ করা যেতে পারে। চুলে ফুলের মালা, ওয়াটার বেস্ট মেক আপ, কাজল, ছোট্ট টিপ ও লিপস্টিক। ব্যাস, নবর্ষে নজর কাড়বে আপনারই সাজ-পোশাক।