মধ্যপ্রদেশ এখন চিতার রাজ্য! গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে স্থানান্তরিত করা হল চিতা
সংবিধান নিয়ে নূন্যতম জ্ঞান নেই সাংসদের! সুপ্রিম কোর্টের বিরোধিতা করে বিপাকে বিজেপির সাংসদ
"দ্বন্দ্ব নেই" — আনচেলত্তির সাফ কথা! রিয়াল মাদ্রিদের হারে গুঞ্জন
মহারুদ্রের যজ্ঞের সময় আচমকা ভেঙে পড়ল মণ্ডপ! তড়ঘড়ি আহতদের নিয়ে যাওয়া হল হাসপাতালে
মহারাষ্ট্রের ওপর হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে! উঠছে বড় ধরনের অভিযোগ
আপনার প্রতিটি পদক্ষেপ পক্ষপাতদুষ্ট ! মুর্শিদাবাদের হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি সুকান্ত মজুমদার
ইস্টারের রাতে গির্জায় পুতিন! পাশে কে? দেখুন ছবি
ইস্টারে পোপের সঙ্গে জেডি ভ্যান্সের সৌজন্য সাক্ষাৎ, পুরনো মতবিরোধ পেছনে রেখে শান্ত বার্তা
শুভেচ্ছা আর কটাক্ষ একসঙ্গে! ইস্টারে দুই বার্তায় চমকে দিলেন ট্রাম্প

বাংলাদেশ দূতাবাসে শ্রেয়া ঘোষালের নামে প্রতারণার অভিযোগ

author-image
Harmeet
New Update
বাংলাদেশ দূতাবাসে শ্রেয়া ঘোষালের নামে প্রতারণার অভিযোগ

নিজস্ব সংবাদদাতাঃ শ্রেয়া ঘোষালের নামে প্রতারণার শিকার বাংলাদেশ দূতাবাস। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ‘হিটমেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ নামক মুম্বই ভিত্তিক এক সংস্থার বিরুদ্ধে। ঘটনায় নাম জড়িয়েছে কলকাতার শিল্পী চিরন্তন বন্দ্যোপাধ্যায়েরও। এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশের প্রতারণা দমন শাখায় অভিযোগ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এই প্রতারণার শিকার হয়ে আট লক্ষ টাকা খোয়াতে হয়েছে বাংলাদেশ দূতাবাসকে। এদিকে ঘটনার পর চিরন্তন বন্দ্যোপাধ্যায়কে লালবাজারে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি জানান, তিনি নিজেও মুম্বইয়ের এই সংস্থার প্রতারণার শিকার।সুত্রের খবর, শ্রেয়াকে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ‘হিটমেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’-এর মাধ্যমে। শ্রেয়ার সঙ্গে অনুষ্ঠানের চুক্তির জন্য অগ্রিম আট লক্ষ টাকা পাঠানো হয়। শ্রেয়া নাকি মেইল করে ‘ধন্যবাদ’ জানান বলে দাবি বাংলাদেশ দূতাবাসের। পরে অনুষ্ঠানের সময় এগিয়ে এলে শ্রেয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে বাংলাদেশ দূতাবাস বুঝতে পারে যে বিষয়টি পুরোটাই ভুয়ো।