মহারুদ্রের যজ্ঞের সময় আচমকা ভেঙে পড়ল মণ্ডপ! তড়ঘড়ি আহতদের নিয়ে যাওয়া হল হাসপাতালে

মহারাষ্ট্রের জানলায় মণ্ডপ ভেঙে পড়ায় ১৬ জন আহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
maharashtra surgeon

নিজস্ব সংবাদদাতা:  মহারাষ্ট্রের জানলায় মহারুদ্র যজ্ঞ উপলক্ষে বজারখেদা গ্রামে আয়োজিত শিব মহাপুরাণ কথার সময় মণ্ডপটি ভেঙে পড়ে পূণ্যার্থীদের ওপর। ১৬ জন আহত হয়েছেন। এই প্রসঙ্গে জেলা হাসপাতালের সার্জন ডাঃ নীতিন পাওয়ার বলেন, "'মণ্ডপ'টি মানুষের উপর ভেঙে পড়েছে। এখন পর্যন্ত ১৬ জন হাসপাতালে এসেছেন। আমরা জানি না আর কেউ আসছেন কিনা। ১৬ জনের মাথায় আঘাত লেগেছে। তাঁদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। আমরা তাদের সিটি স্ক্যান করেছি।"

গলপেপেপ