নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার আসাম সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিফুর একটি ভেটেরিনারি কলেজ, পশ্চিম কার্বি আংলং-এর ডিগ্রি কলেজ এবং কোলোঙ্গার কৃষি কলেজ সহ স্বাস্থ্যসেবা ও শিক্ষা সম্পর্কিত প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এরপর এক জনসভায় আফস্পা অপসারণ নিয়েও বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর চেতনাকে সঙ্গী করেই সীমান্ত সংক্রান্ত সমস্যার সমাধান খোঁজা হচ্ছে আজ। আসাম ও মেঘালয়ের মধ্যে সাম্প্রতিক যে চুক্তি হয়েছে তা অন্যদেরও উৎসাহিত করবে। সম্প্রতি, সশস্ত্র বাহিনী আইন আসামের ২৩ টি জেলা থেকে অপসারণ করা হয়েছে। আমরা উন্নত আইন-শৃঙ্খলার ফলে উত্তর-পূর্বের অনেক এলাকা থেকে আফস্পা অপসারণ করেছি। গত বছর কার্বি আংলং-এর বেশ কয়েকটি সংগঠন শান্তি ও উন্নয়নের সংকল্পে যোগ দেয়। বোড়ো চুক্তি ২০২০ সালে স্থায়ী শান্তির জন্য নতুন দরজা খুলে দিয়েছে।'