নিজস্ব সংবাদদাতা : গোয়েন্দা তথ্যএর ভিত্তিতে, এসটিএফ ও ভুবনেশ্বর-খোড়দা জেলা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল ৫২ কেজি গাঁজা। গ্রেফতার করা হয়েছে দুজনকে। খোড়দা-জাতনাই বাইপাস ওভারব্রিজের কাছে অভিযানটি পরিচালনা করা হয়। তল্লাশিতে গাঁজা ছাড়াও অন্যান্য অপরাধমূলক সামগ্রী উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খোড়দা টাউন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।