বিশ্বকে নতুন করে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিশ্বকে নতুন করে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব সংবাদদাতাঃ এখনও বিদায় নেয়নি করোনা ভাইরাস। বরং এর আরও ভয়ংকর রূপ দেখা বাকি। মারণ ভাইরাসের নয়া স্ট্রেন মারাত্মক হারে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। এমন আশঙ্কা প্রকাশ করেই দুনিয়াকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর তরফে জানানো হয়েছে, নয়া ভ্যারিয়েন্টটি এক্সই নামে পরিচিত।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, করোনা ভাইরাসের এই নয়া রূপটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। হু-এর বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই পরিব্যক্ত এক্সই রূপটির উৎপত্তি। গত ১৯ জানুয়ারি ব্রিটেনে এই ভাইরাসটি প্রথম চিহ্নিত হয়েছিল। এখনও পর্যন্ত ৬০০টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিত ভাবে চিহ্নিত করা গিয়েছে। তবে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনা ভাইরাসের নয়া রূপটির মারণ ক্ষমতা কম বলেই প্রাথমিক পর্যবেক্ষণে অনুমান।