নিজস্ব সংবাদদাতা : দিনের শুরুতেই যদি জানতে পারেন ভাগ্যের গতিপথ—তবে তো পরিকল্পনাও হবে নিখুঁত! প্রেম, কর্ম, পরিবার বা অর্থ—সবকিছুতেই আজ গ্রহ-নক্ষত্র কী বার্তা দিচ্ছে? দেখে নিন তুলা, বৃশ্চিক ও ধনু রাশির আজকের রাশিফল, সহজ ভাষায় এক ঝলকে।
/anm-bengali/media/post_banners/1IRSswucIcFxXd5Q5ot3.jpg)
তুলা রাশি:
কাজের চাপে আজ কিছুটা মানসিক টানাপোড়েন হতে পারে। খরচের ক্ষেত্রে সতর্ক থাকুন, বাজে খরচ এড়ান। জীবনে একটু বিষণ্ণতা থাকলেও সঙ্গীর আন্তরিকতা আপনাকে খুশি করার চেষ্টা করবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। তবে আত্মীয় বা প্রতিবেশী কারো কারণে দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে—সাবধান থাকুন।
/anm-bengali/media/post_banners/pwRCYFe9IfRG2pZzIb2D.jpg)
বৃশ্চিক রাশি:
আজ অবাস্তব ভাবনায় সময় নষ্ট না করে বাস্তব কিছুর দিকে মন দিন। অর্থ ও সময় নষ্ট করে এমন লোকদের এড়িয়ে চলুন। কাছের কেউ যত্নবান হলেও একটু বেশি মনোযোগ চাইতে পারে। প্রেমিকের সঙ্গে ঘুরতে গেলে পোশাক বা ব্যবহারে সংযম জরুরি। ব্যবসায়িক কাগজে সই করার আগে ভালো করে পড়ে নিন। বাড়িতে কোনো অনুষ্ঠান সময় নষ্ট করতে পারে।
/anm-bengali/media/post_banners/pPppExMhVt4NxwWaGJuC.jpg)
ধনু রাশি:
আত্মবিশ্বাসের অভাব আজ আপনাকে পিছিয়ে দিতে পারে, আত্মসম্মান জাগিয়ে তুলুন। আগের অপ্রয়োজনীয় খরচের জন্য আজ টানাটানি হতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখুন, না হলে পারিবারিক পরিবেশ খারাপ হতে পারে। প্রেমে একতরফা টান থেকে দূরে থাকাই ভালো। আজ স্ত্রী মুডে না থাকলে ভুল বোঝাবুঝি হতে পারে।