নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ার শুকনাখালির জঙ্গল থেকে ৩০ থেকে ৩৫টি বুনো হাতির একটি বিশাল দল হঠাৎ করেই বেরিয়ে পড়ে। তারা পিচ রাস্তা পেরিয়ে কংসাবতী নদীর দিকে রওনা দেয়। এই হঠাৎ হাতির চলাচলে আতঙ্ক ছড়ায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। হাতির দল পথের ধারে থাকা চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ধান খেয়ে ও মাড়িয়ে কয়েক বিঘা জমির ফসল নষ্ট করে দেয় তারা।
চাষিদের অভিযোগ, এখন ধান পাকার সময়। এমন সময়ে এই ক্ষয়ক্ষতি বড় ধাক্কা। স্থানীয় বন দফতর ও প্রশাসনকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।