নিজস্ব সংবাদদাতা : ইউরোপীয় ইউনিয়নকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে হলে—প্রতিরক্ষা, অর্থনীতি এবং বৈশ্বিক প্রভাব—এই তিনটি দিকেই আরও জোর দিতে হবে। এমনই মন্তব্য করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। তিনি বলেন, "বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইউরোপকে আর নিরপেক্ষ দর্শক হয়ে বসে থাকা চলবে না। আমাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে, অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হবে এবং আন্তর্জাতিক মঞ্চে আরও দৃঢ় অবস্থান নিতে হবে।"
/anm-bengali/media/media_files/2025/04/03/28USLh4uqqzVykTcyjmQ.webp)
বিশ্ব রাজনীতির টালমাটাল পরিবেশে ইইউ যেন আরও সংগঠিত, স্বনির্ভর ও কার্যকর হয়, সে লক্ষ্যেই এমন বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট।