নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ আইন ঘিরে রাজ্যে চলা উত্তেজনার মাঝে এবার রাজনৈতিক রং স্পষ্টভাবে সামনে এল। মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রতিবাদে আজ, বুধবার, রাজ্য জুড়ে ‘হিন্দু শহিদ দিবস’ পালনের আহ্বান জানিয়েছে বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াকফ হিংসার জেরে নিহত হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে স্মরণ করতেই এই কর্মসূচি।
/anm-bengali/media/media_files/2025/04/12/J9Xn5gfBmt2RPCewfUxy.jpg)
উল্লেখ্য, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় ওয়াকফ সম্পত্তি ঘিরে যে হিংসা ছড়ায়, তার শিকার হন এই পিতা-পুত্র। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিজেপির তরফে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল, পথসভা ও প্রতীকী অনশন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। প্রশাসনের তরফে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনও জায়গায় অশান্তি ছড়িয়ে না পড়ে।
/anm-bengali/media/media_files/2025/04/12/hSEhh467kBV9k1maI0gT.jpg)
এই কর্মসূচির প্রভাব রাজ্য রাজনীতিতে কতটা পড়বে, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ওয়াকফ আইন, হিংসা ও ধর্মীয় বিভাজনের আবহে রাজনীতির পারদ আরও চড়ছে।