নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিনের ছুটির পরে আবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ এপ্রিল থেকে। ১৬ থেকে ২৭ তারিখ অবধি চলবে পরীক্ষা। জেনে নিন কোন দিন কি পরীক্ষা। ১৬ এপ্রিল ২০২২, শনিবার গণিত, সাইকোলজি, অ্যানথ্রপলজি, এগ্রোনমি, ইতিহাস প্রভৃতি বিষয়ের পরীক্ষাগুলি। ১৮ এপ্রিল ২০২২, সোমবার ইকোনমিক্স। ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেণ্টাল স্টাডিজ, হেলথ অ্যাণ্ড ফিজিক্যাল এডুকেশন,মিউজিক, ভিজুয়াল আর্টস প্রভৃতি বিষয়ের পরীক্ষাগুলি। ২০ এপ্রিল ২০২২ বুধবার, কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি প্রভৃতি বিষয়ের পরীক্ষাগুলি। ২২ এপ্রিল ২০২২, শুক্রবার পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, একাউন্ট্যান্সি প্রভৃতি বিষয়ের পরীক্ষাগুলি। ২৩ এপ্রিল ২০২২, শনিবার স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ের পরীক্ষাগুলি। ২৬ এপিল ২০২২, মঙ্গলবার রসায়নবিদ্যা, জার্নালিজমস এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পাশির্য়ান,আরবিক, ফ্রেঞ্চ প্রভৃতি বিষয়ের পরীক্ষাগুলি। ২৭ এপ্রিল ২০২২ বুধবার, বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স প্রভৃতি বিষয়ের পরীক্ষাগুলি।