নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: রাজ্য সড়কে ধান কাটা মেশিন, ট্রাক্টরের কাদা, সমস্যায় পথ চলতি সাধারণ মানুষ। চাপ চাপ মাটি, বৃষ্টি হলেই চরম সমস্যা বাইক সহ অনান্য যানবাহনের। রাস্তার উপরে কাদা পরিষ্কারে উদ্যোগ গ্রহণ পুলিশের।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া থেকে নেপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ব্যাপক পরিমাণে রাস্তার উপরে ধান কাটা মেশিন ও ট্রাক্টর এর কাদা পড়ে রয়েছে। গতকাল বৃষ্টিতে সেই রাস্তার উপরে জমে থাকা কাদায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা থেকে শুরু করে যানবাহন চালকরা। এর অভিযোগ ইতিমধ্যেই পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশের কাছে। এরপরেই সাঁকরাইল থানার উদ্যোগে এই কাদা পরিষ্কারে উদ্যোগ গ্রহণ করা হয়।
/anm-bengali/media/media_files/2025/04/18/E7e7RfI7YuYpBWhYOZPP.jpeg)
শুক্রবার ওই সমস্ত এলাকা কাঠুয়াপাল সহ বাসিন্দাদের নিয়ে রাস্তা পরিষ্কার করান সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলুই। ধনঞ্জয় মান্না, ভানু চৌধুরী এলাকার বাসিন্দা তারা জানান, “এই বৃষ্টিতে ট্রাক্টর ও ধান কাটা মেশিন থেকে ঝরে পড়া কাদায় ব্যাপক যাতায়াতের সমস্যা হচ্ছিল। রাস্তায় কাদা ভরে গিয়েছিল। সাঁকরাইল থানার পুলিশ এসেছে সেই কাদা পরিষ্কারের উদ্যোগ নেওয়ায় এলাকার মানুষজনের সুবিধা হল”। এর জন্য সাঁকরাইল থানার পুলিশও ধন্যবাদ জানান এলাকার মানুষজনকে।