"সাচ্চা মরদের বাচ্চা"- দিলীপ ঘোষকে নিয়ে ভীষণ খুশি এই তৃণমূল বিধায়ক!

দিলেন শুভেচ্ছাবার্তা।

author-image
Anusmita Bhattacharya
New Update
dilipmarriage

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: যাকে ভালোবাসেন তাকে সামাজিক মতে বিবাহ করে পূর্ণ মর্যাদা দিলেন আজ দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার এই সিদ্ধান্তকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া। তবে তার পাশে এসে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। 

এই বিধায়কের মতে, বয়স একটা সংখ্যা মাত্র, মনটাই আসল। মনটা যদি রোমান্টিক থাকে যে কোনও বয়সে যে কেউ প্রেম বা বিবাহ করতেই পারেন। কারো কোনও ক্ষতি না করে ভালো থাকার, সুখে থাকার, সুস্থ থাকার অধিকার সব মানুষের আছে। দিলীপ বাবুকে স্যালুট জানিয়েছেন বলাগড়ের এই বিধায়ক। তিনি ফেসবুকে লেখেন, "দিলীপ ঘোষ - মন থেকে বলছি, সাচ্চা মরদের বাচ্চা। রাজনৈতিক মতপার্থক্য যাই থাক তবুও তার এই সাহসী সিদ্ধান্তকে স্যালুট জানাই"।

 

1687406661_manoranjan-byapari