নিজস্ব সংবাদদাতা: ডঃ মেহমেত ওজের শপথগ্রহণ অনুষ্ঠানের পর এক তরুণী অজ্ঞান হয়ে যেতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন শেষ করতে হল হঠাৎ করেই। ডঃ ওজ এবং অন্যান্য কর্মকর্তারা ওই তরুণীর দিকে ছুটে গেলে সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে প্রাঙ্গণ ত্যাগ করতে বলা হয়। পরে জানা যায় যে মেয়েটি ডঃ ওজের নাতনি।
ঘটনাস্থলের একটি ভিডিওতে, ডঃ ওজের মেয়ে ড্যাফনিকে চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, "ফিল অজ্ঞান হয়ে গেল, ফিল অজ্ঞান হয়ে গেল, বাবা, যাও"।
/anm-bengali/media/media_files/2025/04/19/bUL5doedGulDjUMdjy2R.PNG)