নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক সিইটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের পবিত্র সুতো খুলে ফেলার অভিযোগ। নটরাজ ভাগবত নামে এক ব্যক্তির অভিযোগ পাওয়ার পর শিবমোগায় অবস্থিত শরাবতীনগরের আদি চুঞ্চনাগিরি স্কুলের সিইটি পরীক্ষা পরিচালনাকারী কর্মকর্তার বিরুদ্ধে বিএনএস ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/2025/04/Untitled-design-5-6-649480.jpg?w=414)