নিজস্ব সংবাদদাতা: প্রবল বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। আহত আরও ৭ জন। ২৪ ঘণ্টার আগেই মৃত পরিবারকে দেওয়া হল সরকারিভাবে আর্থিক সহায়তা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকে। বৃহস্পতিবার বিকেলে জেলা জুড়ে প্রবল ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত। চারিদিকে মেঘ কালো করে আনলে তড়িঘড়ি কৃষি জমি থেকে বাড়ি ফিরছিলেন কৃষকরা। সেই সময় দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, শালবনীর কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের মশরু গ্রামের শকুন্তলা মাহাতো, গৌতম মাহাতো, মঞ্জু মাহাতো, অর্চনা মাহাতো, সাবিত্রী মাহাতো কৃষি জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সাবিত্রী মাহাতোকে (৩৬) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গৌতম এবং শকুন্তলাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
/anm-bengali/media/media_files/JawVV47ldKk9SWILfi8k.jpg)
শুক্রবার সকালে ওই গ্রামে যান মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, বিডিও রোমান মন্ডল সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। মৃত সাবিত্রী মাহাতো'র পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয়। পাশাপাশি ওই গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর ও আড়াবাড়ি গ্রামের আরও তিনজন দোয়েল মাহাতো, শিখা মাহাতো, সন্তোষ মাহাতো জমি থেকে বাড়ি ফেরার পথে আহত হয়েছেন বজ্রপাতে। সন্তোষকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলেও বাকি দুজন শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন সকালে আহত পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন বিধায়ক সুজয় হাজরা।