নিজস্ব সংবাদদাতাঃ টর্ন জিনস পরে প্রবেশ করা যাবে না কলেজে। ফতোয়া জারি করা হল খাস কলকাতার একটি কলেজে। সম্প্রতি হিজাব পরে কলেজে প্রবেশ করতে নিষেধ করায় বিতর্ক চরমে ওঠে কর্ণাটকে, মামলা হয় আদালতেও। পোশাক বিধি নিয়ে বিতর্ক এবার এ রাজ্যেও। আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তারপরই এই বিতর্কের সূত্রপাত। কেউ টর্ন জিনস বা ছেঁড়া জিনস পরে প্রবেশ করলে টিসি দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।গত ২৩ মার্চ কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শুধুমাত্র কলেজ পড়ুয়াই নয়, কলেজের কর্মীদের জন্যও জারি হয়েছে একই নির্দেশিকা। কলেজের অধ্যক্ষের তরফ থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছেঁড়া কোনও পোশাক পরে কলেজে প্রবেশ করা যাবে না। বিশেষত ছেঁড়া বা টর্ন প্যান্ট পরে কলেজে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, এই ধরনের পোশাক ভদ্র নয়। এরকম পোশাক পরলে টিসি দেওয়া হবে পড়ুয়াদের, এমন নির্দেশও দেওয়া হয়েছে। অধ্যক্ষ জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন অনেকেই। কেউ বিরোধিতা করেননি। পোশাক প্রত্যেকের পছন্দ হলেও অধ্যক্ষের মতে, ‘ফ্যাশন’ বাইরেই থাকা উচিত, কলেজের মধ্যে কোনও প্রয়োজন নেই। নির্দেশিকা না মানা হলে অভিভাবককে ডেকে কলেজ থেকে বহিষ্কার করবেন বলেও জানিয়েছেন তিনি।