মমতাকে খোঁচা পদ্ম শিবিরের!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মমতাকে খোঁচা পদ্ম শিবিরের!

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে বিজেপিকে কার্যত চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে এবার পাল্টা দিলেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। পাল্টা কটাক্ষের সুরে বলেন, “আমরা মনে হয় অর্থনীতি নিয়ে তৃণমূলের ও মুখ্যমন্ত্রীর কিছু বলার নেই। ডাল, চাল যখন বন্ধ করা হল,বোঝা গেল সবটাই পাঠানো হত। এই সরকার খেলা-মেলার সরকার।” একইসঙ্গে তিনি আক্রমণের সুর আরও চড়িয়ে বলেন, “ওনাকে ছাদ,মজবুত করতে হবে। তৃণমূলের নেতৃত্ব যদি কেউ মেনে না নেয়, বিজেপি কী করবে? তৃণমূলকে যদি গঠনমূলক দল না মানে, তবে বিজেপি কী করবে?” এছাড়া তিনি বলেন  "রাজ্যপালকে রাষ্ট্রপতি পাঠিয়েছেন। রাজ্যে আইনের শাসন আছে কিনা, তা দেখতে। তৃণমূল আসলে রাজ্যপালকে মেনে নিতে পারছে না। উনি চান তৃণমূলের কেউ রাজ্যপাল হোক। তৃণমূলের মহাসচিবের তো ক্ষমতা কমল, তাঁকে রাজ্যপাল করুক।"