নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি একটি বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিকের সঙ্গে কবীর সুমন-এর ফোনালাপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। যথারীতি গালিগালাজ করতে শোনা যায় তাঁকে। সঙ্গীতশিল্পী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদের এই ফোনলাপকে কেন্দ্র করে নেটমাধ্যমে তর্ক-চর্চা কম হয়নি। তৃণমূলের তরফে এই বিষয় নিয়ে কোনও বার্তা না দিলেও দলের মুখপাত্র কুণাল ঘোষ শনিবার টুইটে লেখেন, ‘এর জন্য ক্ষমা চাওয়া উচিত, না চাইলে ব্যবস্থা হওয়া উচিত।’ রাজ্য বিজেপি-র পক্ষ থেকেও শনিবারই মুচিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এর পরই ফেসবুক পোস্টে ক্ষমা চেয়ে সেই বিতর্কের সমাপ্তি ঘোষণা করতে চাইলেন কবীর সুমন।