নিজস্ব সংবাদদাতা : শিয়ালদা দক্ষিণ শাখার দক্ষিণ বারাসাত স্টেশনে আজ সকালেই চরম বিশৃঙ্খলার ছবি দেখা গেল। অফিস টাইমে ট্রেনের কামরা বিভাজন নিয়ে অসন্তোষ থেকে রেল অবরোধে সামিল হলেন একাংশ নিত্যযাত্রী। অভিযোগ, সম্প্রতি বেশ কিছু ট্রেনে লেডিস কামরার সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু তার জেরে জেনারেল কামরার সংখ্যা কমে গিয়েছে। ফলে সাধারণ যাত্রীরা দাঁড়ানোরও জায়গা পাচ্ছেন না। সকালে কাজের উদ্দেশ্যে বেরোনো নিত্যযাত্রীরা পড়ছেন চরম সমস্যায়।
/anm-bengali/media/media_files/2025/04/16/1000188546-239626.jpg)
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে যাত্রীরা রেল লাইনের উপর বসে পড়েন। প্রায় ঘণ্টাখানেক ধরে ট্রেন চলাচল ব্যাহত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর জিআরপি ও আরপিএফ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। রেল দফতরের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়, সমস্যা দ্রুত খতিয়ে দেখা হবে।
/anm-bengali/media/media_files/2025/04/16/1000188547-416467.jpg)
নিত্যযাত্রীদের দাবি, লেডিস কামরা থাকা জরুরি, কিন্তু তা বাড়ানোর জন্য সাধারণ কামরার সংখ্যা কমানো উচিত নয়। প্রত্যেক যাত্রীরই স্বস্তিতে যাতায়াত করার অধিকার আছে। এই ঘটনার জেরে সকালবেলায় দক্ষিণ শাখার ট্রেন চলাচলে বড় প্রভাব পড়ে। স্থানীয় যাত্রীরা রেলের কাছে দাবি তুলেছেন—যাত্রী সংখ্যার ভিত্তিতে কামরা নির্ধারণ করা হোক এবং যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে, সেই দিকেও নজর দেওয়া হোক।