তৃণমূলের রাজনীতির কারণে শুভেন্দু বাদ পড়েছেন!

author-image
Harmeet
New Update
তৃণমূলের রাজনীতির কারণে শুভেন্দু বাদ পড়েছেন!

নিজস্ব সংবাদদাতা : গঙ্গাসাগর মেলার নতুন নজরদারি কমিটিতে নেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের রাজনীতির কারণে তাঁকে বাদ পড়তে হয়েছে বলে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। মঙ্গলবার দুপুরে বিজেপির পার্টি অফিসে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, "দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত রায় হাইকোর্টের। বিরোধী দল নেতা বলেনি তাঁকে কমিটিতে রাখার জন্য। এই রায় বাংলার মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করল। আশা রাখব আদালত তার রায় পুনর্বিবেচনা করবে। আদালত ভার্চুয়ালি কাজ করছে কিন্তু সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই? সরকার যেভাবে চাইছে আদালত মেলার জন্য সেভাবে অনুমতি দিচ্ছে। কোনটা তৃণমূলের অবস্থান বোঝা যাচ্ছে না। ভোট মানুষের জন্য। ভোটের জন্য মানুষ নয়। আদালত আবার শুনানির জন্য দুদিন সময় দিয়েছে।"