নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ ও মালদা সহিংসতার শিকারদের সাথে দেখা করার বিষয়ে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর বলেছেন, "আমি মালদা ও মুর্শিদাবাদ সফর করেছি। সেখানে প্রচুর সহিংসতা ঘটেছে। সেখানে যেভাবে মানুষকে মারধর করা হয়েছে তা অসহনীয়। ওই মহিলারা প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিলেন। তারা যা ভোগ করেছেন তা তাদের প্রাপ্য নয়। আমরা যদি তাদের জায়গায় দাঁড়াই, তবেই আমরা তাদের যন্ত্রণা বুঝতে পারব।”
/anm-bengali/media/post_attachments/4350bf65-35f.png)