দ্বিগবিজয় মাহালীঃ কোভিড আক্রান্তদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা চালু করল তৃণমূলের ই-রিক্সা অপারেটর ইউনিয়ন। শনিবার মেদিনীপুর শহরে আনুষ্ঠানিক ভাবে ৫ টি টোটো নিযুক্ত করল ওই পরিষেবায়। চালকেরা পিপিই কিট পরেই আক্রান্তদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে। এই পরিষেবা পেতে ৫ টি হেল্পলাইন নম্বর সহ লিফলেটও বিলি করে সংগঠন। শনিবার মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে ৫ টি টোটোকে কোভিড পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরপ্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সৌমেন খান সহ অন্যান্য তৃণমূল নেতারা। টোটো ই-রিক্সা সংগঠনের পক্ষে বুদ্ধ মহাপাত্র বলেন, গত দু'বারের মতো এবারও মেদিনীপুর শহরে কোভিড আক্রান্তদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা শুরু করা হয়েছে। সেই টোটোর নম্বর চারদিকে দেওয়া হয়েছে। করোনা আক্রান্তরা কোভিড পরীক্ষা থেকে চিকিৎসকের কাছে যেতে চাইলে সব সময় এই ৫ টি টোটো তাদের নিয়ে বিভিন্ন স্থানে যাবে। চালকেরা সব সময় মাস্ক, পিপিই কিট পরেই তৈরি থাকবে। সৌমেন খান বলেন, কিছু মানুষ আছে যারা শুধু রাজনীতিই করে থাকেন। মানুষের এই দুঃসময়ে পাশে থাকতে দেখা যায় তৃণমূলের কর্মীদেরই।