নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি কলকাতা পৌরসংস্থার মেয়র পারিষদ সদস্য তারক সিং (নিকাশি বিভাগ) কলকাতার সমস্ত বরো চেয়ারম্যান এবং কাউন্সিলারদের ডি.জি(সিভিল)-এর মাধ্যমে চিঠি পাঠালেন। প্রধানত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শহরতলীর নিকাশি ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করার উদ্দেশ্যেই এই চিঠি। চিঠিতে তারক সিং বরো চেয়ারম্যান এবং কাউন্সিলারদের নির্দেশ দিয়েছেন, তাঁদের বরো এলাকা গুলিতে নিকাশি পরিকাঠামো নিয়ে সম্পূর্ণ সার্ভে করতে। এলাকার নিকাশির জল কোথায় গিয়ে পড়ে, নিকাশি ব্যবস্থা ঠিক আছে কি না, যদি ঠিক না থাকে তাহলে কি করা প্রয়োজন, এলাকার ঠিক কোন জায়গায় নিকাশি ব্যবস্থা একেবারেই দুর্বল- সহ একাধিক ইস্যু এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। বরো চেয়ারম্যান এবং কাউন্সিলারদের পাশাপাশি বরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরও এই চিঠি পাঠানো হয়েছে।