নিজস্ব সংবাদদাতাঃ এবারে ১২ বছর বা তার বেশি বয়সিদের জন্য করোনা মোকাবিলায় আপদকালীন ব্যবহারের অনুমোদন পেল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। শনিবার কোভ্যাক্সিনকে এই অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ামক ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। উল্লেখ্য, এই অনুমোদন কেবলমাত্র ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য দেওয়া হয়েছে। ১২ বছরের কম বয়সিদের এই টিকা দেওয়া যাবে না।