নিজস্ব সংবাদদাতাঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে ব্রিটেনের সেলফ আইসোলেশন বিধি পাশ করা হয়েছে। মন্ত্রীরা জানিয়েছেন, এই আইনের আওতায় থাকা নতুন কোভিড বিধিগুলো তিন সপ্তাহের মধ্যে পর্যালোচনা করা হবে। কিন্তু ওমিক্রন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা নিশ্চিত ব্যক্তির ক্ষেত্রে স্ব-বিচ্ছিন্নতার নতুন নিয়মটি আগামী মার্চ পর্যন্ত। মঙ্গলবার এ বিষয়ক নতুন বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিরা ১০ দিন বাধ্যতামূলক সেলফ আইসোলেশনে থাকবেন। অন্যথায় তাদের ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে।