নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দরের কাছ থেকে তেজস্ক্রিয় মৌল-সহ ২ জনকে গ্রেফতার করল সিআইডি। বাজেয়াপ্ত করা হয়েছে আড়াইশো গ্রামের বেশি ক্যালিফোরমিয়াম। সিআইডি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজস্ক্রিয় মৌল ক্যালিফোরমিয়ামের ১ গ্রামের দাম ১৭ কোটি টাকা। ধৃতদের কাছ থেকে পাওয়া ধাতব টুকরোয় তেজস্ক্রিয় মৌল ইরিডিয়ামও খাকতে পারে বলে সিআইডির অনুমান। পরমাণু বোমা তৈরির উপকরণ হিসেবে এগুলি ব্যবহার করা হয় কি না তা জানতে অ্যাটমিক রিসার্চ সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বাজেয়াপ্ত ধাতব টুকরো।