মানবিক, বৃষ্টির মধ্যে ৫ ফুটের অজগরকে আগলে রাখলেন মানুষ ​

author-image
Harmeet
New Update
মানবিক, বৃষ্টির মধ্যে ৫ ফুটের অজগরকে আগলে রাখলেন মানুষ ​

রাহুল পাসোয়ান, আসানসোলঃ চরম মানবিকতার সাক্ষী থাকল আসানসোল। বাইপাস ২ নম্বর জাতীয় সড়কের উপর দেখা গেলো অজগর সাপ। সাপটিকে বৃষ্টির মধ্যে আগলে রাখলেন সাধারণ মানুষ। আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ঠিক পুরোনো চৌরাঙ্গী ফাঁড়ির পিছনে বাইপাস ২ নম্বর জাতীয় সড়কের উপর দেখা গেলো এক আনুমানিক ৫ফুটের এক অজগর সাপ । সোমবার রাতে এই অজগর সাপটি দেখতে পান স্থানীয় কিছু মানুষ। এরপর এলাকার লছমনপুর গ্রামের স্থানীয় বাসিন্দা অমর ব্যানার্জী ওই অজগর সাপটির ব্যাপারে স্থানীয় চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশকে খবর দেন এবং একই সাথে বনদফতরকে খবর দেন। তবে খবর দেওয়ার প্রায় কিছুক্ষন পর চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এসে অজগর সাপটিকে দেখে চলে যান। একই সাথে প্রায় ঘন্টা দেড়েক কেটে যায় কিন্তু বনদফতরের দেখা না পাওয়ায় শেষপর্যন্ত বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ওই অজগর সাপটিকে আগলে রাখেন। কারণ না আগলে রাখলে সাপটির কোনও দুর্ঘটনা ঘটতে পারত। এরপর ওই অজগর সাপটি কে প্রায় দেড় ঘন্টা পর উদ্ধার করে চৌরাঙ্গী ফাঁড়িতে বনদফতরের কর্মীদের হাতে ওই অজগর সাপটি তুলে দেওয়া হয়।