নিজস্ব সংবাদদাতাঃ সোমবার ওহিওর একটি ধাতব কারখানায় বিস্ফোরণে গলিত ধাতব ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং কমপক্ষে ১৪ জন আহত হয়, যাদের বেশিরভাগই দগ্ধ বলে কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওকউড ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ব্রায়ান ডিরোক্কো বলেন, '১৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকে দগ্ধ এবং আরও একজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।' ডিরোক্কো জানিয়েছে, আহতরা সবাই ঘটনাস্থলে ছিলেন, ধ্বংসস্তূপ ধসে পড়ায় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা প্রাণে বেঁচে গেছেন।