নিজস্ব সংবাদদাতা : এবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চেয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলেন অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন। একটি ওয়াক্ফ আইন বিরোধী বিক্ষোভ সমাবেশের পর,পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ঘটে যাওয়া সাম্প্রতিক হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চেয়ে এই রিট পিটিশন দাখিল করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/20/8kz8WWrygZ2b5idGN43z.webp)
অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন এই বিষয়টি বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাশিহ-র বেঞ্চে উত্থাপন করেন। মামলাটি আগামীকাল শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।