নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দিল্লির আম আদমি পার্টির সভাপতি সৌরভ ভরদ্বাজ, ঘোষণা করেছেন যে আম আদমি পার্টি দিল্লির মেয়র ইলেকশনে যোগদান করবে না। আর এবার তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করে একটি বড় মন্তব্য করে বসেন। প্রথমে বিজেপির বিরুদ্ধে তিনি বলেন, "যেদিন থেকে দিল্লির এমসিডি নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, সেদিন থেকেই বিজেপির ক্ষমতা দখলের মরিয়া প্রচেষ্টা, সবাই দেখেছে। কখনও নির্বাচন পিছিয়ে ইউনিফিকেশন, আবার কখনও দুর্নীতিপূর্ণ উপায়ে মেয়র ও স্ট্যান্ডিং কমিটির নির্বাচন জেতার চেষ্টা, সবই তো এখন প্রকাশ্যে।''
/anm-bengali/media/media_files/2025/02/19/CnDBaY0kLxCMYNXA7Z6V.jpeg)
এরপর তিনি বলেন, ''এখন তো কেন্দ্র সরকার, দিল্লি সরকার এবং এমসিডি সবই বিজেপির হাতে। তাই এখন আর দিল্লিবাসীর কাছে কোনও নতুন অজুহাত দেওয়া চলবে না। এখন পুরো দিল্লি চালিয়ে দেখাক বিজেপি।"