নিজস্ব সংবাদদাতা : এবার ন্যাশনাল হেরাল্ড মামলা ও রাহুল গান্ধীর বোস্টন সফরকে কেন্দ্র করে এক বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। তিনি বলেন, "রাহুল গান্ধীর একটা পুরনো অভ্যাস হল এই যে, তিনি বিদেশে গিয়ে দেশের অপমান করেন। তিনি বহুদিন ধরেই এটা করে চলেছেন। সম্প্রতি ইডি তাদের চার্জশিটে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নাম উল্লেখ করেছে, এবং দেশের সম্পদ লুটের দায়ে যেকোনও দিন তারা জেলেও যেতে পারেন।''
/anm-bengali/media/media_files/gfZmpynTShXKampAv6I4.jpg)
এরপর তিনি আরও বলেন, ''বর্তমানে কংগ্রেস সারা দেশে অশান্তির বাতাবরণ তৈরি করছে। যারা মাত্র ৫০,০০০ টাকার জামিনে মুক্ত, তারা যদি মনে করেন যে বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারবেন, তাহলে তারা ভুল পথে হাঁটছেন।"