নিজস্ব সংবাদদাতাঃ চীনে ‘জিরো-কোভিড’ নীতি শিথিল করার পর সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটিকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার ইইউ কর্মকর্তা এই প্রস্তাবের কথা জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র বলেছেন, ইইউ’র প্রস্তাবে এখন পর্যন্ত কোনও সাড়া দেয়নি চীন। তবে কী পরিমাণ টিকা দেওয়া হবে বা কোন কোম্পানির টিকা দেওয়া হবে তা সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য দেননি ওই মুখপাত্র। মুখপাত্র বলেছেন, 'চীনে কোভিড পরিস্থিতির কারণে ইইউ’র স্বাস্থ্য কমিশনার স্টেলা কিরিয়াকাইডস চীনা কর্তৃপক্ষের কাছে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকাও রয়েছে।'