নিজস্ব সংবাদদাতাঃ ফের নাম বদলের ট্রেন্ডে গা ভাসাল উত্তরপ্রদেশ।
/)
স্বরাষ্ট্র মন্ত্রকউত্তর প্রদেশ সরকারকে গোরক্ষপুর জেলার 'মুন্ডারা বাজার' পৌর পরিষদের নাম পরিবর্তন করে 'চৌরি চৌরা' এবং দেওরিয়া জেলার 'তেলিয়া আফগান' গ্রামের নাম 'তেলিয়া শুক্লা' করার অনুমোদন দিয়েছে।
/)
গত ৬ অক্টোবর উত্তরপ্রদেশ সরকারের সুপারিশের ভিত্তিতে যথাযথ পদ্ধতি অনুসরণ করে মন্ত্রক এই অনুমোদন দেয় বলে মঙ্গলবার এক সূত্র মারফত জানা গিয়েছে।