পরিযায়ী শ্রমিককে পিটিয়ে পিটিয়ে খুমূল অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৬ জননের অভিযোগ

মূল অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৬ জন

author-image
Jaita Chowdhury
New Update
Hooghly Murder

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ। গুরুতর আহত হয়েছে মৃতের ভাইও। দাদনের টাকা চাইতে গিয়েই খুন হতে হয়েছিল বলে দাবি নিহিতের পরিবারের। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজার থানার বাগবাড়ি এলাকায়। মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা সহ ৬ জন । পলাতক অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর মৃতের নাম আমির শেখ। 

 

পরিযায়ী শ্রমিককে পিটিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। গুরুতর আহত তাঁর ভাইও। দাদনের টাকা চাইতে গিয়েই খুন হতে হয়েছে বলে দাবি নিহতের পরিযায়ী শ্রমিকের পরিবারের। মালদহের ইংরেজ বাজার থানার বাগবাড়ি এলাকায় উত্তেজনা। মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা-সহ ছ জন। অভিযুক্তরা পলাতক। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আমির শেখ (৩৫)।

 

tmc murder .jpg