নিজস্ব সংবাদদাতা: মার্কিন সফরে গিয়ে ভারতের নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ বলেছেন, "রাহুল গান্ধী বিদেশে ভারতের ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রচার চালাচ্ছেন। তিনি কি হিন্দুস্তানকে ভারতমাতা বলে মনে করেন নাকি?"
/anm-bengali/media/media_files/WCXo3Ja1uHZAnFSlGHck.jpg)