নিজস্ব সংবাদদাতা: দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ৮ এপ্রিল, ২০২৪ তারিখে ভারতের নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ সংক্রান্ত মামলায় ১০ জন তৃণমূল নেতাকে সমন জারি করেছে। তালিকায় আছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন, মোহাম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ এবং নেতা বিবেক গুপ্ত, অর্পিতা ঘোষ, ডঃ শান্তনু সেন, আবীর রঞ্জন বিশ্বাস, সুদীপ রাহা প্রমুখ।
দিল্লি পুলিশের দায়ের করা অভিযোগ এবং চার্জশিট আমলে নেওয়ার পর আদালত সমন জারি করেছে। আদালত ৩০ এপ্রিল বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত করেছে।
/anm-bengali/media/post_attachments/h-upload/2019/08/22/363453-delhi-rouse-avenue-court-160711.jpg?width=500&height=300)