নিজস্ব সংবাদদাতা: আচার্য সদনের সামনে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। এদিন চাকরিহারারা আচার্য সদনের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন। যোগ্য ও অযোগ্য তালিকা ঘোষণার দাবি করেছিলেন। চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধি দল আচার্য সদনের ভিতরে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। বাইরে থাকা চাকরিহারা শিক্ষকরা জানতে পারেন, আচার্য সদনের ভিতরে এসএসসি চেয়ারম্যান তাঁদের প্রতিনিধিদের জানিয়েছেন, প্রথম তিনটে কাউন্সিল বৈধ। বাকি সমস্ত কাউন্সিল অবৈধ। এই খবর প্রকাশ্যে আসার পরেই উত্তেজিত হয়ে পড়ে চাকরিহারা শিক্ষকরা। তাঁরা আচার্য সদনের ভিতরে প্রবেশের চেষ্টা করেন। যার জেরে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়। আরও ব্যাপক পরিমাণে পুলিশ নিয়ে আসা হচ্ছে পরিস্থিতি সামলানোর জন্য।
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)