নিজস্ব সংবাদদাতা: সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এসএসসি ভবন অভিযান করেন চাকরিহারারা। আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারারা। চাকরিহারা শিক্ষকদের ১৩ জনের প্রতিনিধি দল এসএসসি ভবনে প্রবেশ করেন। তাঁরা সেখানে নিজেদের দাবি পেশ করছেন। এসএসসি ভবনের সামনে চাকরিহারারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবেন, ততক্ষণ তাঁরা সেখান থেকে নড়বেন না। প্রয়োজনে তাঁরা অনশনে বসবেন।
/anm-bengali/media/media_files/2025/04/10/GeZeGJU9dZwfSR68eBWN.jpg)