নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর: ঠিক যেন বলিউডের সিনেমা বা বলা যায় বলিউডের সিনেমাকেও হার মানাবে এই শিক্ষিত ছেলেমেয়েরা। মূলত বিএসসিতে স্নাতক রিনিতা সেন, শম্পা মাহাতো, কার্তিক বিশ্বাস, মনিকা মুখার্জি, সৌরভ চক্রবর্তী ও ভজহরি সিং এলাকায় দিন বদলের স্বপ্ন দেখছেন। দেখছেন উন্নত হওয়ার নতুন সূর্য। প্রত্যন্ত জঙ্গলমহল অধ্যুষিত চ্যাংসোলের যশপুর এলাকাকে বেছে নিয়েছে এই নব যৌবনের ছেলেমেয়েরা। সমগ্র এলাকায় এসসি ও এসটি অন্তর্ভুক্ত কালিন্দী সমাজের বাস। এই সমাজে ঋতুস্রাব হওয়া মেয়েদের পাশে দাঁড়াতে হাজির হয়েছেন তারা। তারা জঙ্গলমহল এলাকার মানুষদের যেমন সচেতন করছেন তেমনি বাড়ি বাড়ি বিলি করছেন স্বচ্ছ এবং শুদ্ধ ন্যাপকিন। এরই সঙ্গে অভিনয় নাটক এবং বিভিন্ন অঙ্গভঙ্গির মধ্য দিয়েই তারা কাপড়ের থেকে সৃষ্টি হওয়া রোগের সম্বন্ধে এলাকার মহিলাদের সচেতন করছেন। এলাকার মহিলাদের রোগ থেকে বাঁচাতে তারা এই ন্যাপকিন বিলি করছেন, তাও আবার বিনা পয়সায়। কারণ মহিলাদের ঋতুস্রাবের কটা দিন একটু সচেতন ভাবে কাটাতে হয়। তবে এই সকল মানুষদের না থাকে প্যাড কেনার পয়সা, না থাকে সচেতনতা। যার ফলে অকালেই ঝরে যায় বহু মহিলার জীবন। তাই এই উঠতি ছেলেমেয়েরা ঠিক বলিউড সিনেমায় অক্ষয় কুমারের মতই হাজির হলেন এলাকায়। এলাকায় মানুষদের সচেতন করলেন এবং তুলে দিলেন তাদের হাতে এই ন্যাপকিন। যাতে তারা নোংরা কাপড় ব্যবহার না করেন এবং জীবন বাঁচাতে সফল হন। এরই সঙ্গে তারা যাতে এই ন্যাপকিন বছরের পর বছর মাসের পর মাস ব্যবহার করতে পারেন এবং বিনা পয়সায় পেতেও পারেন তার দায়িত্ব নিয়েছেন তারা। তাছাড়া গ্রামবাসীরা নিজেরা যাতে এলাকায় প্যাড বিক্রি করে স্বাবলম্বীর সঙ্গে সচেতনতা বাড়িয়ে তুলতে পারেন সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই তরুণ তরুণীরা 'ফর গুড' নামক সংস্থার হাত ধরে।
সিনেমার প্যাডমান জঙ্গল মহলে
New Update