নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ সামসেরগঞ্জের জাফরাবাদ এবং বেতবোনা গ্রামে অগ্নিসংযোগ এবং হিংসার ঘটনায় ছয় জন অভিযুক্তকে আটক করেছে। ওড়িশার ঝারসুগুড়ায় অভিযুক্তরা লুকিয়ে ছিল। সেখান থেকে পুলিশ অভিযুক্তদের আটক করেছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদের হিংসার ঘটনার পর তারা পালিয়ে গিয়েছিল। মুর্শিদাবাদের জোড়া খুনের ঘটনায় তাদের যোগ রয়েছে কিনা তদন্ত করা হবে বলে বেঙ্গল পুলিশের তরফে জানানো হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/20/8kz8WWrygZ2b5idGN43z.webp)