মিয়ানমারে আরও ৩০ সেনা হত্যার দাবি প্রতিরোধ যোদ্ধাদের

author-image
Harmeet
New Update
মিয়ানমারে আরও ৩০ সেনা হত্যার দাবি প্রতিরোধ যোদ্ধাদের

নিজস্ব সংবাদদাতাঃ মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে পিপলস ডিফেন্স ফোর্স সহ (পিডিএফ) একাধিক জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী। তাদের দাবি, দেশজুড়ে নতুন করে হামলা চালিয়ে দুই দিন প্রায় ৩০ সেনাকে হত্যা করা হয়েছে। সাগাইং, বাগো, তানিনথারি, চিন, রাখাইন এবং কারেন রাজ্যে লড়াইয়ে এসব সেনা হতাহত হন। জানা গিয়েছে, উল্লেখযোগ্য হামলার মধ্যেই রাখাইন এবং চিন রাজ্যের শহরগুলোতে আরকান আর্মির (এএ) সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ জান্তা সদস্য নিহত হয়। রাখাইনে আরও কয়েক কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাগো অঞ্চলে ইয়েদাশে-পিডিএফের সঙ্গে সংঘর্ষের আরও ৭ সেনা নিহত এবং ৯ জন আহত হয়।