নিজস্ব সংবাদদাতা: আচার্য সদনের বাইরে বিক্ষোভ চাকরিহারাদের। "ওএমআর কপি না দিলে উঠছি না। যোগ্য -অযোগ্যদের তালিকা প্রকাশ না করা অবধি চেয়ারম্যানকে বের হতে দেওয়া হবে না। চেয়ারম্যানকে আজ সিংহাসন থেকে নামাব"।