নার্সের সামনেই হাসপাতালে যৌন হেনস্তা বিমান সেবিকা!
থমথমে পরিবেশ! দিল্লিতে কংগ্রেসের সদর দফতর মুড়ে ফেলা হল নিরাপত্তার বলয়ে
Breaking : দক্ষিণ বারাসাতে ট্রেন অবরোধ, কামরা বিভাজন ঘিরে নিত্যযাত্রীদের বিক্ষোভ
দাবদাহ থেকে স্বস্তি, আজ থেকে আবহাওয়া বদলে যেতে চলেছে; এই রাজ্যগুলিতে ঝড় ও বৃষ্টি শুরু
কংসাবতীর পথে ৩০-৩৫ টি হাতির দল—চাঁদড়ায় ফের বুনো হাতির তাণ্ডব
আজ রাজ্যজুড়ে 'হিন্দু শহিদ দিবস'—ওয়াকফ হিংসার প্রতিবাদে পথে বিজেপি
ওয়াকফ ইস্যুতে উত্তাল বাংলার একাধিক জেলা— আজ সুপ্রিম কোর্টে মুখোমুখি লড়াই
এদান কোথায়? হামাসের দাবি ঘিরে তীব্র রহস্য
ভবিষ্যতের জন্য প্রস্তুতি : ইইউকে গড়ে তুলতে প্রেসিডেন্টের তিন দফা বার্তা

জম্মু-কাশ্মীর: আখনুরে দীপাবলি উদযাপন করলেন সেনা জওয়ানরা

author-image
Harmeet
New Update
জম্মু-কাশ্মীর: আখনুরে দীপাবলি উদযাপন করলেন সেনা জওয়ানরা

নিজস্ব সংবাদদাতাঃ  শনিবার ধনতেরাসের মাধ্যমে উৎসব শুরু হওয়ার সাথে সাথে আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর নিযুক্ত ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা তেলের প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব উদযাপন করে। সেনা জওয়ানরা তাদের বাড়ি থেকে দূরে নিয়ন্ত্রণরেখা ববরাবর উৎসবটি উদযাপন করছেন। জওয়ানরা লক্ষ্মী পূজা করেন, লক্ষ্মী-গণেশ আরতি গান করেন এবং এই উপলক্ষে আতশবাজিও ফাটান। এক সেনা জওয়ান বলেন, "আমি দেশবাসীকে বলতে চায়, চিন্তা না করে পুরো আনন্দের সঙ্গে উৎসব পালন করুন।" 


কর্নেল ইকবাল সিং বলেন, "আমি দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানাতে চায় এবং তাদের আশ্বস্ত করতে চায় যে আমাদের সৈন্যরা সতর্ক রয়েছে এবং সীমান্তে নজরদারি করছে"।