নিজস্ব সংবাদদাতাঃ বিগত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে যুদ্ধ। রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে ইউক্রেনের হাজার হাজার সেনা। সেইসঙ্গে প্রাণ হারিয়েছেন লক্ষাধিক নিরীহ মানুষ। রাশিয়ার হামলায় ধ্বংস হয়েছে ইউক্রেনের শহরের পর শহর। তবে এই যুদ্ধের সত্যতা সম্পর্কে আপনি কি সত্যিই জানেন? আপনারও কি ইউক্রেনের মানুষের জন্য প্রাণ কাঁদে?
তাহলে অবশ্যই আপনাকে শুনতে হবে সাহিত্যিক লুকাস গেজের কথা। ভাইরাল হওয়া ভিডিওতে তিনি জানিয়েছেন, 'সাদ্দাম হোসেন সম্পর্কে আমাদের মিথ্যে কথা বলেছিল পাশ্চাত্য দেশগুলি। এটা সকলেই জানেন। ঠিক তেমনই এবার ইউরোপ, ন্যাটো, আমেরিকা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে আমাদের মিথ্যে কথা বলছে।
এই দেশগুলি রাশিয়াকেও ব্যবহার করছে। সাদ্দাম হোসেনের কাছে যেমন গণ বিধ্বংসী অস্ত্র ছিল, তেমনই শক্তি রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কাছেও আছে। ফলে পাশ্চাত্য দেশগুলি রাশিয়াকে ঘাঁটাচ্ছে না। কিন্তু এই পাশ্চাত্য দেশগুলি না রাশিয়া না ইউক্রেন, কারোই ভালো চায় না। তাঁরা ইউক্রেনের মানুষের সম্পর্কে উদ্বিগ্ন হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ, ন্যাটো শুধু যুদ্ধের লাভ এবং নিয়ন্ত্রণ বোঝে।'