নিজস্ব সংবাদদাতা: পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট। তার আগে শনিবার বামেদের ব্রিগেড সমাবেশ। ছাব্বিশের নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ। এদিনের সমাবেশ হতে চলেছে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে। জেলা থেকে কলকাতা। বামেদের সমর্থনে পথে কর্মী-সমর্থকরা। এবারের ব্রিগেড সমাবেশের আলোচ্য কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি থেকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব । বাদ যাবে না মুর্শিদাবাদের ঘটনা থেকে ২৬ হাজার চাকরি বাতিলের মতো ইস্যু।
/anm-bengali/media/media_files/IVIkQ22t0AwpUSHiD5k1.jpg)