নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বেলপাহাড়ির মনিয়ার্ডিতে এক অজানা জন্তুর তাড়া খেয়ে জঙ্গল ছেড়ে লোকালয়ে চিতল হরিণ, পায়ে একাধিক ক্ষতচিহ্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি কুকুরের আক্রমণের মুখে পড়ে ওই চিতল হরিণটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবিভাগের কর্মীরা এবং আহত হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ঝাড়গ্রাম মিনি জুতে।
কিছুদিন আগেই এই এলাকাতেই বসবাস করছিল বাঘ। ফলে বাঘের আক্রমণের মুখেও পড়তে পারে হরিণটি, এমনটাই সন্দেহ করা হচ্ছে।
পায়ের যে ক্ষতচিহ্ন রয়েছে সেটি কোন জন্তুর আঘাত, এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। স্থানীয়দের একাংশের মধ্যে এই ঘটনার পর থেকেই পুনরায় বাঘের আতঙ্কের সৃষ্টি হয়েছে। গোটা বিষয়টির ওপর নজর রাখছে বনদপ্তর।