নিজস্ব সংবাদদাতা: সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও ১। হত্যাকাণ্ডে চোপড়া থেকে গ্রেফতার হয়েছেন জিয়াউল শেখ। হরগোবিন্দ দাস ও তাঁর ছেলেকে খুনের ঘটনায় ধৃত বেড়ে ৪। পুলিশ সূত্রে খবর, জমায়েত থেকে বাড়িতে হামলা, খুন, ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত জিয়াউল। সামশেরগঞ্জে বাড়ি থেকে বের করে বাবা-ছেলেকে খুন।
/anm-bengali/media/media_files/vwyaVksfh2cSdpAlq0oZ.jpg)