ত্রালে গ্রামবাসীদের পণবন্দি করে রেখেছিল জঙ্গিরা! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাল সেনাবাহিনীরা
কাশ্মীর পুলিশের ‘মিশন ক্লিয়ারেন্স, ৪৮ ঘণ্টায় ছয় জঙ্গি নিকেশ করে দৃষ্টান্ত স্থাপন
জাতিসংঘের স্বীকৃতি! বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি ভারতেরই
এটা আমাদের লড়াইয়ের প্রাথমিক জয়! কী বললেন ডিএ আন্দোলনকারী
অবশেষে সরকারি কর্মচারিদের জন্য সুখবর! রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
‘অপারেশন সিঁদুর’-এর জেরে প্রতিরক্ষা বাজেটে বাড়তি ৫০,০০০ কোটি টাকার ভাবনা
ভারত-পাক সংঘর্ষবিরতি জারি ১৮ মে পর্যন্ত, হটলাইনে বৈঠকে সিদ্ধান্ত
কর্নেল কুরেশির অপমান কিছুতেই মেনে নেওয়া হবে না! বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে রাজভবনের বাইরে বিক্ষোভ
ফের উত্তেজনা বিকাশ ভবনের সামনে, ব্যারিকেড ভেঙে পথে চাকরিহারারা

নবান্ন অভিযান স্থগিত চাকরিপ্রার্থীদের ঐক্যমঞ্চের সিদ্ধান্ত বদল, আলোচনার টেবিলে সমাধানের খোঁজে!

নবান্ন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন চাকরিপ্রার্থীরা।

author-image
Jaita Chowdhury
New Update
বৃহস্পতিবার নিয়োগপত্র না মিললে নবান্ন অভিযানের হুঁশিয়ারি

নিজস্ব সংবাদদাতা: আগামী সোমবারের নির্ধারিত নবান্ন অভিযান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরি-হারা ঐক্যমঞ্চের সদস্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি আলোচনার দাবি জানিয়ে এই অভিযান ডাকার কথা ছিল। তবে পুলিশ-প্রশাসনের টানা আলোচনার পর আপাতত এই কর্মসূচি থেকে সরে দাঁড়ালেন আন্দোলনকারীরা।  

 

প্রসঙ্গত, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক এবং নিয়োগ সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান। ইতিমধ্যে হাওড়া ও কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। প্রশাসন তাঁদের আশ্বাস দিয়েছে যে মুখ্যসচিবের সঙ্গে শীঘ্রই তাঁদের আলোচনা অনুষ্ঠিত হবে। সেই আশ্বাসের ভিত্তিতেই আপাতত এই নবান্ন অভিযানের কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে।  

 

ঐক্যমঞ্চের আহ্বায়ক দেবাশিস বিশ্বাস জানান, “আমরা ২১ তারিখের নবান্ন অভিযান স্থগিত করছি ঠিকই, তবে আন্দোলন থেকে সরছি না। মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসে সমাধানের চেষ্টা করা হবে। যদি সেই আলোচনায় কোনও সমাধান না মেলে, তাহলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমরা আন্দোলন থামাব না।” এমনটাই হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, সরকারের কাছ থেকে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবেই।  

Ssc

গত কয়েকদিন ধরেই পুলিশের তরফে আলোচনা এবং মধ্যস্থতার প্রস্তাব আসছিল। হাওড়া পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সেন্ট্রাল এবং লালবাজারে সিপি মনোজ ভার্মা ও ডিজি রাজীব কুমারের উপস্থিতিতে টানা বৈঠকে সেই আভাস মেলে যে প্রশাসন আলোচনায় বসতে ইচ্ছুক। এই প্রক্রিয়া থেকেই আপাতত সংঘাত এড়াতে কর্মসূচি স্থগিত করল ঐক্যমঞ্চ।  

 

তবে দেবাশিস বিশ্বাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যসচিবের সঙ্গে আলোচনার পরও যদি সমস্যার সমাধান না হয়, তবে আবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। আপাতত তাঁদের আশাবাদ প্রশাসনের সদিচ্ছার দিকেই।